প্রচ্ছদ বিনোদন রুবল’ থেকে যেভাবে হলেন ‘রুবেল

রুবল’ থেকে যেভাবে হলেন ‘রুবেল

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রুবেল
রুবল’ থেকে যেভাবে হলেন ‘রুবেল

পুরো নাম আহমেদ রেজাউল ইসলাম। ডাক নাম ছিল রুবল। তার বড় ভাইয়ের নাম ডলার। দুই ভাইয়ের নাম বাবা-মা রাখেন দুই দেশের মুদ্রার নামে। সেখান থেকেই ডাকতে ডাকতে ‘রুবল’ হয়ে গেলেন ‘রুবেল’।এ বিষয়ে এক সাক্ষাৎকারে আহমেদ রুবেল জানান, বাবা-মা ঠিক করে রুবল নামে ডাকতেন। কিন্তু বাইরে কাজ করতে গেলেই লোকজন সঠিকভাবে ‘রুবল’ উচ্চারণ করতে পারতেন না। বিশেষ করে নাটক করতে এসে সবাই ‘রুবেল’ নামে ডাকতে থাকেন। সেই থেকেই মূল নাম থেকে ‘আহমেদ’ আর রুবল থেকে ‘রুবেল’ বানিয়ে হয়ে যান ‘আহমেদ রুবেল’।সাক্ষাৎকারে আরও জানান, কলেজ জীবনে তিনি ছাত্ররাজনীতি করতেন। কিন্তু শিক্ষক বাবা সেটি সমর্থন করতেন না। জেলে গেলে বা থানা পুলিশ হলে ছাড়িয়ে নেয়ার মতো কেউ ছিল না পরিবারে। শেষ পর্যন্ত সে পথ থেকে ফিরে আসেন রুবেল। পরে বেছে নেন নিজের পথ অভিনয়।বুধবার ৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে হলেও ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন গাজীপুরে। এইচএসসি পরীক্ষার পর কাজের সূত্রে ঢাকায় থাকা শুরু করেন। বর্তমানে পরিবারের সঙ্গে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি ।সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’–তে অভিনয় করেন, যেখানে তার অভিনীত চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়।এরপর একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করেন। ‘প্রেত’ নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক আহির আলম।এ ছাড়া হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00