
চলমান বিপিএলে ব্যস্ত সময় পার করছে ক্রিকেটাররা। তবে বিপিএল শেষেও বিশ্রাম পাচ্ছেন না সাকিব-মিরাজরা। আগামী মাসেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। মার্চে শুরু হতে যাওয়া সে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি ।সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে টাইগার-লায়নদের মাঠের লড়াই । আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।এরপর তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে ৫০ ওভারের লড়াইয়ে নামবে দুই দল । তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে।চট্টগ্রাম যাত্রা শেষে দুদল আবার ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর তিন দিনের বিরতি দিয়ে আবার চট্টগ্রামে ফিরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুদল ।তবে এই সিরিজে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে থাকছে না কোনো ম্যাচ। সবশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলঙ্কা। সেবার ছিল শুধুই দুটি টেস্ট ম্যাচের সফর। ২০২১ সালে ছিল শুধুই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কানরা সবশেষ এসেছিল প্রায় ৬ বছর আগে।এদিকে,বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর সেখান থেকে সরাসরি সিলেটের উদ্দেশে যাত্রা করবে লংকানরা।