
আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরাইল। এতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের চার সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর মাজেহ এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে । ভবনটি টার্গেট করে ওই হামলা চালানো হয়।প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের টার্গেট ছিল আইআরজিসির একটি গোয়েন্দা ইউনিট। সিরিয়ায় আইআরজিসির এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা ও তার কয়েকজন সহযোগী ওই ভবনটিতে থাকতেন।আইআরজিসিও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় কয়েকজন সিরীয় সেনা ও তাদের চার সামরিক উপদেষ্টা নিহত হয়েছে।পরে আরেক বিবৃতিতে নিহত চার সামরিক উপদেষ্টার পরিচয়ও জানিয়েছে আইআরজিসি। তারা হলেন, হোজ্জাতুল্লাহ ওমিদভার, আলি আগাজাদেহ, হোসেন মোহাম্মদি ও সাইদ করিমি। তবে তাদের পদবি প্রকাশ করা হয়নি।এদিকে, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ইসরাইলের এই বিমান হামলাকে ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে চারতলা ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে ইসরাইল এখনও এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের রেভ্যুলশনারি গার্ড বাহিনীর সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকর্তারা প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে সহায়তা করতে কাজ করে আসছেন।এ কারণে গেলো কয়েক বছর ধরে সিরিয়ায় ইরানি অবস্থান লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। গাজা আগ্রাসনের পর তা আরও বেড়েছে। সবশেষ গেলো মাসে সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরাইলের বিমান হামলায় সাইদ রাজি মৌসাভি নামে আইআরজিসির জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হন।