
লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া ২১টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।প্রতিবেদনে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা ইরানের ডিজাইন করা যুদ্ধ ড্রোন, জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি কমপ্লেক্স আক্রমণ শুরু করে। যেখানে কয়েক ডজন বাণিজ্যিক জাহাজ ট্রানজিট করছিল।মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিকে জানিয়েছে, লোহিতসাগরে আন্তর্জাতিক পণ্য পরিবহনের পথে চলা জাহাজগুলো লক্ষ্য করে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।বিবৃতিতে সেন্টকম জানায়, ১৯ নভেম্বর থেকে গত সাত সপ্তাহে লোহিত সাগরের আন্তর্জাতিক শিপিং লেনে সশস্ত্র গোষ্ঠী হুতির ২৬তম হামলা এটি।তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ।প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসকে সমর্থন জানিয়ে ইয়েমেন উপকূলে গুরুত্বপূর্ণ শিপিং লেনের জাহাজগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের দাবি, সবশেষ হামলাটি সম্প্রতি চালানো হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর একটি। এদিকে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে।