
জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্নায়’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আগামী ১৬ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কথাসাহিত্যক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘শ্রাবণ জ্যোৎস্নায়’।সামাজিক ও রোম্যান্টিক ঘরনার সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আব্দুস সামাদ খোকন এবং প্রযোজনায় আছেন তামান্না সুলতানা। ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমাটি মুক্তি উপলক্ষে সম্প্রতি এফডিসির ৮ নাম্বার ফ্লোরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংশ্লিষ্টরা।এ আয়োজনে উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন-অরুণা বিশ্বাসসহ অনেক নির্মাতা, কলাকুশলী, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকবৃন্দ। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও গাজী আব্দুন নূর। দীঘি জানান, সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেতে পেরে তিনি উচ্ছ্বাসিত।তবে বিদেশে থাকায় সংবাদ সম্মেলনে ছিলেন না নূর। ছবিটি দেখে সবাই ভূয়সী প্রশংসা করেছেন বলে জানান নির্মাতা আব্দুস সামাদ খোকন। ‘ঝিনুক মালা’খ্যাত এই নির্মাতা বলেন, ‘তিনি সব সময় ভালো ছবি নির্মাণের চেষ্টা করেছেন। এবারও ব্যতিক্রম হয়নি। প্রিমিয়ারে ছবিটি দেখার পর আমন্ত্রিত অতিথিদের সবাই প্রশংসা করেছেন এবং এটাই নির্মাতা হিসেবে তার কাছে বড় পাওয়া। এদিকে, ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটি ২০২৩ সালে কলকাতার ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এ প্রদর্শিত হয়েছে। এবার দেশের বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।