৭৩ বছর পর মাদ্রিদ ডার্বিতে হল ৮ গোল, এটাই বলে দিচ্ছে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচটি ছিল বিশেষ কিছুই। ৯০ মিনিট জুড়ে ক্ষণে ক্ষণে রং বদলানো লড়াইয়ে কার্লো আনচেলতির দলকে ম্যাচে ধরে রাখেন ডিফেন্ডাররা, তবে সেটা একের পর এক গোল করে। দুইবার লিড নিলেও অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি আতলেতিকো। দুর্দান্ত এক ম্যাচ জিতে ফাইনালে পা রাখল রিয়াল।৮ গোলের রোমাঞ্চে প্রথম সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। শেষ সময়ের দুই গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।এদিনও শুরু থেকেই আক্রমণ চালায় দলটি। ম্যাচের ৭ মিনিটে গ্রিজমানের কর্নার থেকে গোল করে অ্যাটলেটিকোকে লিড এনে দেন এরমোসো। রিয়ালও এর জবাব দিয়েছে ম্যাচের ২০ মিনিটে। লুকা মডরিচের কর্নার থেকে হেড করে স্কোর ১-১ করেন আন্তোনিও রুদিগার।এরপর ২৯ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা। গোল করেন ফারল্যান্ড মেন্ডি। তবে ৩৭ মিনিটে অসাধারণ এক গোলে স্কোর ২-২ করে দেন আন্তোনিও গ্রিজমান। এই গোলের মাধ্যমে অ্যাটলেটিকোর সর্বকালের গোলদাতাও বনে যান এই ফরাসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে রিয়াল ডিফেন্ডার রুডিগারের আত্মঘাতী গোলে লিড নেয় অ্যাটলেটিকো। যদিও ম্যাচের ৮৫ মিনিটে সেই গোলটি শোধ করে দলকে সমতায় ফেরান দানি কারবাহাল। এরপরই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। জমজমাট লড়াইয়ে সেখানেও পেনাল্টি শুটআউটের সম্ভাবনা জাগছিল। তবে খেলা শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতেই লিডের দেখা পায় রিয়াল। কারভাহালের ক্রসে লক্ষ্যভেদ করেন জোসেলু। এর মাত্র ৬ মিনিটি পর আরও একটি গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ।