
ভারতের বিপক্ষে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রাফি জয়ে বিশেষ ভূমিকা পালন করেছিলেন পেসার মোহাম্মদ আমির। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে এবং পরের বছর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন তিনি। এরপর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি আমিরের। তবে এবার এই পেসারকে জাতীয় দলে ফেরানোর মিশনে নেমেছে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।যদিও আমিরের জাতীয় দলের ফেরানোর গুঞ্জন নতুন ঘটনা নয়। এর আগেও অনেক বার এমন কথা শোনা গেলেও আমিরকে ফেরাতে পারেননি । এবার আবুধাবির আইএল টি-টোয়েন্টিতে আমির ও শাহিন আফ্রিদি একসঙ্গে খেলার সুবাদে আবারও সেই আলোচনা উঠেছে। শোনা যাচ্ছে আমিরকে ফেরানোর মিশনে নেমেছেন শাহিন। আইএল টি-টোয়েন্টি লিগে এই দুই তারকা পেসার খেলছেন ডেজার্ট ভাইপার্সের হয়ে। অন্তত পাঁচ বছর পর শাহিন-আমির একসঙ্গে একদলের হয়ে খেলেছেন। চলমান টুর্নামেন্টটিতে জুটি বেঁধে প্রতিপক্ষ শিবিরে ত্রাসও ছড়াচ্ছেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ শাহিনের সঙ্গে একটি অনুষ্ঠানের আয়োজন করে সায়া করপোরেশন। সেখানেই আমিরের জাতীয় দলে ফেরা নিয়ে জানতে চাওয়া হলে পাকিস্তানের এই টি-টোয়েন্টি অধিনায়ক জানান, মোহাম্মদ আমিরের সঙ্গে কথা বলবেন এবং জানতে চাইবেন ফের পাকিস্তান জাতীয় দলে ফিরতে চান কি না। প্রায় পাঁচ বছর পর আমিরের সঙ্গে বল করছেন। যার অনুভূতি অসাধারণ, তাদের জুটিও দুর্দান্ত। এখন নতুন করে আমিরের জাতীয় দলে ফেরার দরজা খুলে কি না সেটাই দেখার বিষয়!২০২০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আমির। তখন তিনি অভিযোগ করেছিলেন –কোচরা তার প্রতি অবিচার করেছে।এদিকে, পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আমির। জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আর সেটাকেই পরবর্তী ক্যারিয়ার হিসেবে নিতে চান বলে জানান ৩১ বছর বয়সী এই পেসার।