প্রচ্ছদ খেলা এবার হেরেই গেল মেসির ইন্টার মায়ামি

এবার হেরেই গেল মেসির ইন্টার মায়ামি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ইন্টার মায়ামি
এবার হেরেই গেল মেসির ইন্টার মায়ামি

প্রস্তুতি পর্বের শুরুতেই ধাক্কা খাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এল সালভাদোরের বিপক্ষে ড্রয়ের পর এবার এফসি ডালাসের কাছে ১-০ গোলে হারলো তারা। গত ম্যাচের মতো এবারও ইন্টার মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি-সুয়ারেস-বুসকেতস-আলবা। কিন্তু তারকা সমৃদ্ধ দল নিয়েও জয়ের দেখা পায়নি মায়ামি। ডালাসের কটন বোল স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল হজম করে বসে তারা। হেসুস ফেরেরার সেই গোলে ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে ডালাস।ম্যাচের ১২ মিনিটের ভেতর মেসির দুটি শট ফিরিয়ে দেন ডালাস গোলরক্ষক মাইকেল কোলোদি। মেসির মতো লুইস সুয়ারেসও প্রথমার্ধে দুটি শট নিয়ে জালের দেখা পাননি। তাই ছন্নছাড়া পারফরম্যান্স নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিলেন তারা।এদিকে, সবকিছু ছাপিয়ে মেসির বিপক্ষে খেলাকেই বড় করে দেখছেন ডালাস ক্লাবের সভাপতি ড্যান হান্ট। তিনি বলেন, ‘মেসির বিপক্ষে খেলতে পারাই অবিশ্বাস্য এক সুযোগ। অনেকে তা কখনোই পায় না। বেশির ভাগ মার্কেটই তাকে আনতে পারে না। পেলেকে বাদ দিলে সে সম্ভবত সর্বকালের সেরা। আর তার বিপক্ষেই কি না তার দল দুবার খেলার সুযোগ পেয়েছে।অন্যদিকে, প্রাক মৌসুম সফরে এরপর সৌদি আরবে জোড়া ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এর মধ্যে একটি ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে। আর সৌদি আরব ঘুরে জাপান ও হংকংয়ে দুটি ম্যাচ খেলবে মেসি –সুয়ারেজের ইন্টার মায়ামি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00