প্রচ্ছদ বিনোদন ‘কৃষ ৪’ নিয়ে নতুন তথ্য দিলেন হৃতিক

‘কৃষ ৪’ নিয়ে নতুন তথ্য দিলেন হৃতিক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
হৃতিক রোশান
‘কৃষ ৪’ নিয়ে নতুন তথ্য দিলেন হৃতিক

সদ্য মুক্তি পেয়েছে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘ফাইটার’। বক্স অফিসে ভালোই ব্যবসা করছে সিনেমাটি । ‘ফাইটার’-এর কাজ শেষ করেই এবার নতুন প্রোজেক্টে হাত দেওয়ার পালা বলিউডের গ্রিক গডের। যদিও অনুরাগীরা অধীর অপেক্ষায় রয়েছেন হৃতিকের ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগের ছবির জন্য।বলিউড অভিনেতা হৃতিক রোশান অভিনীত ‘কৃষ’ ছবিটি বেশ সাড়া ফেলেছিল। কয়েক বছর ধরেই আলোচনা চলছিল বহুল প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘কৃষ ৪’ নিয়ে। তবে দর্শক-অনুরাগীদের মনে বেশ কয়েকবার আশা জাগানোর পরেও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ। এবার আসন্ন এই প্রজেক্টকে ঘিরে আশা জাগানো বার্তা দিলেন অভিনেতা হৃতিক রোশন।সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হৃতিক জানান,‘কৃষ ৪’ নিয়ে কাজ চলছে। তবে ছবির ব্যবসায়িক দিক ও চিত্রনাট্য বিশ্লেষণের মাঝখানে রয়েছেন নির্মাতারা। ফলে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে ।২০০৩ সাল থেকে সূচনা হয়েছিল কৃষ ফ্র্যাঞ্চাইজির। প্রথম ছবি ‘কোই… মিল গয়া’। এরপর ২০০৬ সালে ‘কৃষ’ ও ২০১৩ সালে ‘কৃষ ৩’। ফ্র্যাঞ্চাইজির সব ছবিই বক্স অফিসে কমবেশি সফল। হলিউডের সুপারহিরোর ভিড়ে বলিউ়ডের নিজস্ব সুপারহিরো হিসাবে হাজির হয়েছিলেন হৃতিক রোশন। চলতি বছরের প্রথম দিকে ‘কৃষ ৪’ নিয়ে আলোচনা শুরু হয়েছিল বটে। হৃতিকের বাবা ও পরিচালক রাকেশ রোশন জানিয়েছিলেন, মূলত বাজেট সংকটের কারণেই নাকি ‘কৃষ ৪’ প্রজেক্ট নিয়ে এক পা এগিয়েও দুই পা পিছিয়ে আসছেন তারা। হলিউডের এক-একটা সুপারহিরো ছবির বাজেট থাকে ৫০০-৬০০ মিলিয়ন ডলার। সেখানে তাদের ছবির সেই বাজেট ২০০-৩০০ কোটির বেশি নয়। সেক্ষেত্রে তাদের প্রত্যাশা এখন অন্য লেভেলে। তাই এই প্রজেক্টটি নিয়ে একটু বেশি সময় নিতে হচ্ছে বলেও জানান পরিচালক রাকেশ রোশন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00