
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন বিএনপি রাজপথে থাকবে। তিনি এই মন্তব্যটি শুক্রবার (১৩ জুন) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে করেন।
শামীম বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ২০১১ সালে দিনের ভোট রাতে, ২০১৪ সালে একতরফা নির্বাচন এবং ২০২৪ সালে ডামি নির্বাচন করেছিল। গত ১৬-১৭ বছর ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি এবং তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার ভোট দেওয়ার দাবি জানাচ্ছি।’
তিনি আরও উল্লেখ করেন যে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। লন্ডনে বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং তারা আশা করছেন যে শীঘ্রই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যথায়, তিনি জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আমাদের ভোটাধিকার, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের জন্য আন্দোলন করবো। সারাদেশে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা তার পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করবো।
শামীম হাতিয়ার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘গত ১৬ থেকে ১৭ বছর হাতিয়া স্বৈরাচারের দখলে ছিল। চাঁদাবাজি ও লুটপাট ছাড়া তারা হাতিয়ার জনগণকে কিছুই দিতে পারেনি। তারা যাতায়াত ব্যবস্থার কোন উন্নতি না করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে হাতিয়াকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা হবে এবং পর্যটনের সম্ভাবনাময় হাতিয়ার যাতায়াত ব্যবস্থা উন্নত করা হবে। নিঝুম দ্বীপসহ হাতিয়ার প্রতিটি পর্যটন কেন্দ্রকে আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদারের সঞ্চালনায় অন্যান্য বক্তাদের মধ্যে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সোহেল, যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা এবং ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ মাহমুদও বক্তব্য রাখেন।