মানুষের মৌলিক চাহিদার অন্যতম উপদান হচ্ছে বাসস্থান। আকাশচুম্বি দামের করনে সেই চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় মধ্যবিত্তের। এমতবস্তায় মধ্যবিত্তের আর্শিবাদ হিসেবে এসেছে প্লটে শেয়ার ভিত্তিক বেচা-কেনা যা এখন
আমাদের বাংলাদেশে তুমুল জনপ্রিয়।
প্লটে শেয়ার ভিত্তিক বেচা-কেনা সহজতর হওয়ায় এর চাহিদা ও দিনদিন বাড়ছে। যেমন ঢাকার কাছে একটি ৩ কাঠার প্লট কিনতে গুনতে হয় ১ থেকে ১.৫ কোটি টাকা যা অনেকটাই সাধ্যের বাহিরে । সে ক্ষেত্রে একটি ৩ কাঠার প্লটে
যদি কেউ ২ ইউনিটের ১২ ফ্ল্যাট করে তাহলে সেই তিন কাঠার জমিটি ১২ জন মিলে কিনে একটি করে ফ্ল্যাট এর মালিক হওয়া অনেকটাই সহজতর। মূলত এই পদ্ধতি হয় শেয়ার ভিত্তিক বেচা-কেনা।
ফ্ল্যাট বুঝে পাওয়া যায় অল্প সময়ের মধ্যে কারণ, সকল শেয়ার হোল্ডার এর যৌথ মতামতের ভিত্তিকে কাজ হয়, খরচ ও ৫০% কমে যায় এক্ষেত্রে কাজের গতি অনেকাংশ বৃদ্ধি পায় এবং হিসেবে ও স্বচ্ছতা পাওয়া যায়।
যার ফলে মধ্যবিত্তে অধরা স্বপ্ন বাস্ববে রুপ নেয়।
এমনই একটি প্লটের শেয়ার বিক্রি করা কোম্পানী ইউনিসোর্স প্রোপার্টির ও বারিধারা বিল্ডার্স লি. এর সম্মানিত চেয়্যারম্যান ,জনাব জিল্লুর রহমান “আমার বাংলা সংবাদ’’ কে বলেন এই প্লটে শেয়ার ভিত্তিক বেচা-কেনায় প্রচুর সাড়া পাচ্ছেন তারা। ইতিমধ্যে রাজধানির বিভিন্ন লোকেশনে ৩ প্রকল্প হস্তান্তর করেছেন।
তিনি আরো বলেন যারা এই শেয়ার কেনেন সকলেই মধ্যবিত্ত শ্রেনীর লোক, তাদের উচ্চ মূল্যে প্লট বা ফ্ল্যাট কেনার সমর্থ্য নেই তাই তারা আমাদের কাছে শেয়ার কেনেন।
অনেকেই আবার অন্য জায়গা থেকে প্লট ও ফ্ল্যাট কিনে প্রতারিত হয়েছেন অথবা নির্দ্দিষ্ট সময়ে প্লট ও ফ্ল্যাট বুঝে পাননি তারা আস্থা রেখেছেন আমাদের উপর। এখানে যেহেতু সকল শেয়ার হোল্ডার এর যৌথ মতামতের ভিত্তিতে
কাজ হয় ,খরচ ও ৫০% কমে যায় এবং হিসেবে ও স্বচ্ছতা পাওয়া যায় এজন্য তারা আমাদের কাছ থেকে শেয়ার কেনেন।
মধ্যবিত্তের এই চাহিদার কথা বিবেচনা করে ইউনিসোর্স প্রোপার্টি ও বারিধারা বিল্ডার্স লি. যৌথভাবে আয়োজন করছে একক আবাসন মেলা


মেলার স্থান – মধু সিটি – ০২ বি ব্লক ( প্রকল্পটি ঢাকার সবচেয়ে কাছে, মোহাম্মদপুর থেকে মাত্র ৪ কি. মি. এর মধ্যে। )
মেলার তারিখ – ০৯/০৩/২০২৪
মেলায় শেয়ার বুকিং করলে পাচ্ছেন নিশ্চিত উপহার : ০১. উমরাহ প্যাকেজ । ০২. সোনার চেইন । ০৩, স্মার্ট ফোন।
শেয়ার বুকিং এর জন্য যোগাযোগ করুন – 01853275745, 01537642886, 01711029913,