শেরপুরের নকলা উপজেলায় এনজিও সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
এছাড়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত আস্থা প্রকল্পের স্বাবলম্বী উন্নয়ন সমিতির ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেনসহ অন্যান্য উপস্থিত সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের নিজ নিজ এনজিও এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার ক্ষেত্রে উদ্ভূত সমস্যাসমূহ এবং তাদের সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও, মাদক প্রতিরোধ, বাল্য বিবাহ নিরসন, ইউএনও অফিসের জন্য তথ্য হালনাগাদ, সামাজিক কাজে সহযোগিতা, প্রান্তিক জনগণের সার্বিক সহায়তা, মানবিক কাজে ন্যায্যতা ভিত্তিক বিতরণ, সামাজিক বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন অপরাধ দমনের জন্য করণীয় বিষয়ক মতামত প্রদান করা হয়।
এসবে অংশগ্রহণকারী ছিলেন উপজেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও-এর পরিচালক ও প্রতিনিধিগণ, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।