মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি সকল ভাড়ায় ‘হাফ পাস’ বা হাফ ভাড়ার পদ্ধতি চালুরও দাবি জানিয়েছেন তারা। শনিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীরা জানান, বাসে হাফ পাসের সুযোগ থাকলেও মেট্রোরেলে এই সুবিধাটা নেই। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন হয়। সে সময় মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করে ভাড়া কমানোর আশ্বাস দেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। তারা আরও জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মেট্রো রেলের ভাড়া অনেক বেশি। এ অবস্থায় একজন সাধারণ শিক্ষার্থীর কাছে মেট্রো ভাড়া অনেক। সরকার শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে অঙ্গীকার করলেও ভাড়ার ক্ষেত্রে ছাড়ের বিষয়টি মাথায় রাখেনি। তাই মেট্রো রেলে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবি সর্বনিন্ম ভাড়া ১০ টাকা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানায় তারা।এর আগে, ২০২১ সালের ১৩ ডিসেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশের সব মহানগরে চলাচলরত বেসরকারি বাসে ৫ শর্তে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এদিকে, দাবি আদায়ে রোববার বেলা ১১টায় ফার্মগেট এলাকায় বড় জমায়েতের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।