প্রচ্ছদ খেলা ম্যাক্সওয়েল ঝড়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

ম্যাক্সওয়েল ঝড়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ম্যাক্সওয়েল
ম্যাক্সওয়েল ঝড়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো সেঞ্চুরিতে ২৪১ রানের বিশাল পুঁজি পায় অজিরা। লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোভম্যান পাওয়েল ফিফটি তুলে নিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০৭ রানে থামে উইন্ডিজদের ইনিংস। অ্যাডিলেডে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা।পাওয়ারপ্লেতে ৫ দশমিক ৩ ওভারেই দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপরই ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। মাঠে নেমেই স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি। একের পর এক বাউন্ডারিতে বল পাঠান সীমানার বাইরে।মার্কাস স্টয়নিসের সাথে গড়েন ৪২ বলে ৮২ রানের জুটি। স্টয়নিস ১৬ রান করে বিদায় নিলে আরো বেশি আগ্রাসী মেজাজে খেলেন ‘ম্যাক্সি’। টিম ডেভিডের সাথে মাত্র ৩৯ বলে গড়েন ৯৫ রানের অপরাজিত জুটি। এতে ডেভিডের অবদান ১৪ বলে ৩২ রান।নিজের ব্যক্তিগত ৫০তম বলে রোমারিও শেফার্ডের বলে চার মেরে পৌঁছে যান ৫ম টি-টোয়েন্টি সেঞ্চুরিতে। ম্যাক্সির ৮ ছক্কা ও ১২ টি চারে ৫৫ বলে ১২০ রানের টর্নেডো ইনিংসের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ২৪১ রানের পাহাড়সম স্কোর গড়ে অস্ট্রেলিয়া। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। পাওয়ারপ্লে’তে ওভারপ্রতি ১০-এর বেশি রান করলেও ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে ৪ উইকেট। সপ্তম ওভারের তৃতীয় বলে যখন পঞ্চম উইকেট হারায় ক্যারিবীয়রা,তখন তাদের রান ৬৩। এরপর শুধু ব্যবধান কমানোর কাজটিই করতে পেরেছে সফরকারীরা। সেটি সবচেয়ে ভালো করেছেন দলটির অধিনায়ক রোভম্যান পাওয়েলই। ৩৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করেন এই ব্যাটার । এছাড়া ক্যারিবীয় অভিজ্ঞ অলরাউন্ডার রাসেলের ব্যাট থেকে আসে  ৪ চার ও ২ ছক্কায় ১৬ বলে ঝড়ো ৩৭ রান । শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২০৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।এদিকে, মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি পার্থে অনুষ্ঠিত হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00