অ্যাডিলেডে আগের টেস্টে দেশের হয়ে সাদা জার্সিতে পথচলা শুরু হয়েছিল তাঁর। টেস্ট অভিষেকটা তিনি রাঙিয়েছিলেন ইনিংসে পাঁচ উইকেট শিকার করে। তবুও ওই ম্যাচে জয় এনে দিতে পারেননি দলকে। তবে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হার এড়ানোর লড়াইয়ে ঠিকই রুদ্ররূপে আবির্ভূত শামার। ম্যাচে ৭ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দিয়েছেন তিনি।শ্যামার জোসেফের বোলিং তোপে ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হলো ১-১ সমতায়। আর ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট জয়ের উল্লাসে মেতে উঠলো ওয়েস্ট ইন্ডিজ। স্টিভেন স্মিথের দারুণ ধৈর্যশীল ৯১ রানের দুর্দান্ত ইনিংসটার পরও জয়োৎসব করতে পারলো না অস্ট্রেলিয়া। রান তাড়ায় চতুর্থ ইনিংসে ২১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্যামার জোসেফের বোলিং তোপে ২০৭ রানে গুটিয়ে গেলো প্যাট কামিনসের দল। ২ উইকেটে ৬০ রান নিয়ে ৪র্থ দিনে খেলা শুরু করে দলীয় ১১৩ রানের মাথায় ৪২ রান করা ক্যামেরন গ্রিনকে বোল্ড করে সাঝ ঘরে ফেরান শ্যামার জোসেফ। গ্রিনের আউটের পরও শ্যামার জোসেফের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় অস্ট্রেলিয়া। ১৯১ রানে তারা হারায় নবম উইকেট।তখনো জয় থেকে ২৫ রান দূরে ছিল অস্ট্রেলিয়া। তবে স্মিথ এক প্রান্ত আগলে রাখায় হয়তো জয়ের আশা করছিল স্বাগতিকরা। কিন্তু জস হ্যাজেলউডের স্টাম্প উড়িয়ে দিয়ে ২৭ বছর পর টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিবীয়দের দুর্দান্ত জয় এনে দেন শ্যামার জোসেফ। ৬৮ রানে তাঁর শিকার ৭ উইকেট। দুর্দান্ত পারফরম্যন্সে ম্যাচ সেরা এবং সিরিজ সেরা নির্বাচিত হন শ্যামার জোসেফ।