প্রচ্ছদ বিনোদন এবার ঈদেও একাধিক সিনেমায় বুবলী

এবার ঈদেও একাধিক সিনেমায় বুবলী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বুবলী
এবার ঈদেও একাধিক সিনেমায় বুবলী

চলমান সময়ের আলোচিত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে ঈদের সিনেমার মাধ্যমেই চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটে তার।বসগিরি নামের ওই সিনেমায় বুবলীর বিপরীতে ছিলেন চিত্রনায়ক শাকিব খান।তার অভিনীত প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ঈদ উৎসবে। তাই ঈদ আসলেই সিনেমা প্রেমীরা অপেক্ষায় থাকেন বুবলীর সিনেমার জন্য। গেলো রোজার ঈদেও সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘লিডার; আমিই বাংলাদেশ’ ও আদর আজাদের সঙ্গে ‘লোকাল’ শিরোনামের দুটি সিনেমা নিয়ে দর্শকের সামনে এসেছিলেন এ অভিনেত্রী।আসন্ন রোজার ঈদেও নতুন দুটি সিনেমা নিয়ে আসছেন বুবলী। একটি মিশুক মনি পরিচালতি ‘দেয়ালের দেশ’, অন্যটি জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’। সরকারি অনুদানের সিনেমা ‘দেয়ালের দেশ -এ বুবলীর নায়ক শরিফুল রাজ। এই প্রথম রাজের সঙ্গে পর্দায় জুটি বাধলেন তিনি। মুক্তি উপলক্ষে এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার দুটি পোস্টার। দুটি পোস্টারেই রহস্যের ছাপ রেখেছেন নির্মাতা।প্রথম পোস্টারে দেখা গেছে, লাশঘরের ফ্রিজারে বুবলীর লাশ। পাশেই বসে আছেন শরিফুল রাজ। পরের পোস্টারে শবনম বুবলী ও শরিফুল রাজ বসে আছেন সমান্তরালে। দুজনেরই অর্ধেক শরীর দেখানো হয়েছে। হুইলচেয়ারে বসা বুবলীর পরনে লাল শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলি ফুলের মালা।এদিকে, ২০২৩ সালের শেষ দিকে মুক্তির কথা ছিল দেয়ালের দেশ সিনেমাটি। তবে জাতীয় নির্বাচনের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। দ্বিতীয় পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ঈদে সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মিশুক মনি।অন্যদিকে, প্রেমের গল্প নিয়ে জসিম উদ্দিন জাকির বানিয়েছেন মায়া: দ্য লাভ। এ সিনেমায় বুবলীর নায়ক তিনজন। আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। গল্পে দেখা যাবে, বুবলীকে পাগলের মতো ভালোবাসে মিলন। কিন্তু বুবলী ভালোবাসে রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যায় বুবলী। এরপর ঘটে নানা সিনেম্যাটিক ঘটনা। আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।বর্তমানে ফ্ল্যাশব্যাক সিনেমার শুটিং নিয়ে ওপার বাংলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লাস্যময়ী অভিনেত্রী শবনম বুবলী। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00