
প্রথমে দুই গোলে এগিয়ে থাকার পরও পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল বার্সেলোনার। তবে ম্যাচের বাড়ানো সময়ে দুই গোল করে বার্সেলোনা আর তাতে জয় নিয়েই মাঠ ছাড়ে জাভির দল।বেনিটো ভিলামারিনায় রিয়াল বেতিসকে ৪-২ গোলে হারালো বার্সা। কাতালান ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেছেন ফেরান তোরেস। বাকি গোলটি এসেছে জোয়াও ফেলিক্সের পা থেকে। আর বেতিসের হয়ে গোল দুইটি করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইস্কো।এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করতে হতো বার্সেলোনার। তবে বেতিসের স্ট্রাইকার এনরিকে গোল পোস্টের উপর দিয়ে বল মারেন। তবে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখানো বার্সা ম্যাচের ২১ মিনিটে তোরেসের গোলে এগিয়ে যায়। ফলে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। এরপর ম্যাচের দ্বিতীয় হাফের তৃতীয় মিনিটেই আবারো গোল করে জাভির দল। এবারের গোলস্কোরারও তোরেস। তবে ম্যাচের ৫৬ থেকে ৫৯ মিনিটে দুইটি গোল করেন ইস্কো। আর তাতেই সমতায় ফেরে বেতিস। ২০১৭ সালের অক্টোবরের পর এই প্রথম লা লিগার ম্যাচে জোড়া গোল করলেন ইস্কো। দুই গোল হজম করে একাধিক পরিবর্তন আনেন জাভি। তাতে কাজ-ও হয়ে যায়। পেদ্রির বদলি হিসেবে নামা ফেলিক্স নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে বার্সেলোনাকে জয়ের উল্লাসে ভাসান। এরপর আরও একটি গোল করে বার্সেলোনা। যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তোরেস। এই জয়ের পরও টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ২০ ম্যাচে ১৩ জয় নিয়ে বার্সেলোনার পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ আর ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে রয়েছে রিয়াল বেতিস।